ঢাকা প্রেস নিউজ,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুরের ইলিশের বাজারে নতুন জীবন.........
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরা শুরু হওয়ায় আবারও সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। মঙ্গলবার সকালে সদর উপজেলার হরিণা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা ধরে আনা ইলিশ নিয়ে আড়তগুলোতে ভিড় জমিয়েছেন।
বরফ ছাড়া এই ইলিশ জেলেদের উপস্থিতিতে হাঁকডাক দিয়ে বিক্রি হচ্ছে। মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে মাছ। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে বাজার। স্থানীয় ক্রেতারা জানান, এই ঘাটের ইলিশে কোনো ভেজাল নেই এবং দামও তুলনামূলক কম।
আড়তদাররা জানান, ইলিশের দাম সাইজ অনুযায়ী ভিন্ন। ছোট সাইজের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা, মাঝারি সাইজের ৪৫০ থেকে ৫০০ টাকা এবং বড় সাইজের ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা।
ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, ইলিশ পরিভ্রমণশীল মাছ এবং বছরজুড়েই ডিম ছাড়ে। তবে এই সময়টাতে সাগর থেকে মিঠা পানিতে আসে। তিনি মনে করেন, ইলিশের চলাচলের পথ সুগম করলে নদীতে বছরজুড়েই ইলিশ পাওয়া যাবে।