প্রকাশকালঃ
০৪ এপ্রিল ২০২৩ ০১:৩৫ অপরাহ্ণ ৪০৯ বার পঠিত
ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ হয়ে গেল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২৬ ওভারে আইরিশরা সংগ্রহ করেছে ৬৫ রান। একটি করে উইকেট নিয়েছেন শরীফুল, এবাদত এবং তাইজুল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শরীফুল ইসলাম আর খালেদ আহমেদকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেক থ্রু দেন শরীফুল। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মারে কামিন্স (৫)। ১১ রানে ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। দশম ওভারে শিকার ধরেন এবাদত। তার বলে স্লিপে দুইবারের চেষ্টায় জেমস ম্যাককালামের (১৫) ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ২৭ রানে নেই ২ উইকেট।
পরের ওভারেই আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন নাচক হলে রিভিউ নেয় বাংলাদেশ। আল্ট্রাএজে দেখা যায় বল ব্যাটে লাগেনি। বাংলাদেশের তৃতীয় সাফল্য আসে তাইজুলের ঘূর্ণিতে। লেগ বিফোর হয়ে ফিরেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি (১৬)। ৩ উইকেটে ৬৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড।