চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠান জরিমানা

প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৪ ০৩:১২ অপরাহ্ণ ৪৮৯ বার পঠিত
চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠান জরিমানা

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-


 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদপুর জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ও সন্ধ্যায় শহরের বিভিন্ন বাজারে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ জানান, দুপুরে বাবুরহাট বাজারে পরিচালিত অভিযানে মুন্সী ফার্মেসী এবং নাফিসা সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সন্ধ্যায় ওয়ারলেস বাজারে পরিচালিত অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে।