অর্থ উপদেষ্টা: তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ০২:৪৯ অপরাহ্ণ   |   ১২৫ বার পঠিত
অর্থ উপদেষ্টা: তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না

ঢাকা প্রেস নিউজ
 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না এবং এটি বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও কোনো প্রভাব বিস্তার করবে না।
 

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওই সময় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।
 

গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না বাংলাদেশ সফর শেষে লিখেছেন যে, বাংলাদেশ খাদের কিনারায় রয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "বাংলাদেশ খাদের কিনারায় ছিল, তবে এখন আমরা সেখান থেকে ফিরে আসছি। অর্থনীতির বিষয়ে আমি জানি, ভেতরে কী চলছে, তাই বাইরের লেখালেখিতে হতাশ হওয়ার কিছু নেই।"
 

তিনি আরও বলেন, "বাইরের কেউ সবকিছু জানেন না; তারা অনেক কিছু মনের মাধুরী মিশিয়ে লেখেন। তুলসী গ্যাবার্ডের মন্তব্য আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না।"
 

এলডিসি (LDC) গ্রাজুয়েশন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের জন্য আমরা একটি স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। এটা ধীরে ধীরে সম্পন্ন হবে, যেমন প্লেন ধীরে ধীরে নামতে থাকে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।"
 

তিনি আরও বলেন, "আসল কথা হলো, অন্যান্য দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমরা জানি, বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স সন্তোষজনক, যদিও কিছু ভুলত্রুটি রয়েছে।"