নিহত তানজিমের পরিবারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৯ অপরাহ্ণ   |   ৫৩৮ বার পঠিত
নিহত তানজিমের পরিবারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাত

ঢাকা প্রেস নিউজ


সেনাপ্রধানের শোকসন্তাপ প্রকাশ, তানজিমের পরিবারকে সমবেদনা

কক্সবাজারের চকরিয়ায় শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ব্যক্তিগতভাবে সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেনাসদরে অনুষ্ঠিত এক সাক্ষাতে তিনি নিহত সেনা কর্মকর্তার পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, সাক্ষাতের সময় নির্জনের বাবা-মা গভীর শোকাহত হয়ে পড়েন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
 

সেনাবাহিনী প্রধান শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি নিশ্চিত করেছেন যে, সেনাবাহিনী এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
 

উল্লেখ্য, এই ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের চকরিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী পক্ষ থেকেও চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।