রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশের মূলপর্ব শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার।
দলের আমির ডা. শফিকুর রহমান দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান। তার আগেই সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব।
সমাবেশকে ঘিরে উদ্যানজুড়ে সৃষ্টি হয়েছে জনসমুদ্র। সারা দেশ থেকে দলে দলে নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা থেকেই ঢাকায় আসতে শুরু করেন। আজ সকাল থেকে মিছিলসহকারে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। সকাল ১০টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জায়গা সংকুলান না হওয়ায় নেতাকর্মীরা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েন। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, মৎসভবন, কাকরাইল, বাংলামোটর ও সায়েন্সল্যাব এলাকায়ও বিপুলসংখ্যক জামায়াতকর্মী অবস্থান নিতে দেখা যায়।
সমাবেশে দলটি সাত দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো—
১, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
২, অতীতের সব গণহত্যার বিচার,
৩, প্রয়োজনীয় মৌলিক সংস্কার গ্রহণ,
৪, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,
৫, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন,
৬, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন,
৭, এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।
সমাবেশস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন।