মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ আগu ২০২৫ ০৭:০০ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগরে বাড়ির পাশের জমির পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্সট) কালে কুমিল্লার  মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন কামারচর গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো ঘরের বাইরে খেলাধুলা করছিল শিশুটি। হঠাৎ করে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখে বাড়ির পাশে থাকা জমির পানিতে পড়ে আছে সে। পরে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সুচেতা ভট্টাচার্য জানান, শিশুটির স্বজনদের ভাষ্যমতে, শিশুটি পানিতে পড়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পরে বাচ্চাটার পালস বিপি কিছুই পাওয়া যায়নি এবং তার হার্টবিটও পাওয়া যায়নি। বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।