রাজিবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
রাজিবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):-


 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় থানা মোড়ে গিয়ে শেষ হয়।
 

র‌্যালি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিমনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মণ্ডল, সদস্য অধ্যক্ষ মাহবুবুর রশীদ মণ্ডল, কেএম ওসমান গনি, রাজিবপুর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, কোদালকাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, মোহনগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, রাজিবপুর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, আব্দুল জলিল, কামরুজ্জামান বাদল, আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন, মোখলেছুর রহমান প্রমুখ।
 

সমাবেশে বক্তারা বলেন, যুবদল কেবল বিএনপির একটি অঙ্গসংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের সংগ্রামী সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে ছিল, আছে এবং থাকবে।
 

বক্তারা আরও বলেন, যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে যুবদলের প্রতিটি নেতা-কর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তরুণ প্রজন্মের প্রত্যাশা—তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনা সম্ভব।
 

তারা সবাইকে আহ্বান জানান—ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে।