মিরাজের রক্তমাখা শার্ট নিয়ে বাবার হৃদয়বিদারক আবেদন

প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১৬ অপরাহ্ণ ৫০২ বার পঠিত
মিরাজের রক্তমাখা শার্ট নিয়ে বাবার হৃদয়বিদারক আবেদন

ঢাকা প্রেস নিউজ


 

আন্দোলনে নিহত মিরাজ হোসেনের বাবা তাঁর ছেলের রক্তমাখা শার্ট নিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। গত বুধবার (২৫ সেপ্টেম্বর), ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
 

সাক্ষাৎকালে মিরাজের বাবা তাঁর ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি উপদেষ্টার সামনে রক্তমাখা শার্টটি দেখিয়ে অফিস কক্ষে শোকের ছায়া বিস্তার করেন। একইভাবে, শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন তাঁর ভাইয়ের ময়নাতদন্তের দাবি জানিয়েছেন এবং তাঁর নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছেন।
 

এই বিষয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম স্বজনদের সান্ত্বনা দিয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, সব শহীদ ও আহতদের নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।