হোমনায় অটোচালককে গলা কেটে হত্যা: সন্দেহভাজন আটক, অটোরিকশা উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
হোমনায় অটোচালককে গলা কেটে হত্যা: সন্দেহভাজন আটক, অটোরিকশা উদ্ধার

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি


 

কুমিল্লার হোমনায় অটোচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে হোমনা থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
 

রোববার (২১ ডিসেম্বর) সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী।
 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাতে হোমনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কারারকান্দি–বাহেরখোলা সড়কের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে অটোচালক শান্ত দাসের (১৬) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের অরুণ দাসের ছেলে এবং গ্রামপুলিশের সদস্য ছিলেন।
 

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, শান্ত দাসকে গলা কেটে হত্যা করার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করা হয়।
 

তদন্তের স্বার্থে আটক সন্দেহভাজনের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।