ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা:-
কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশায় সহযাত্রী নারীদের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গিলে ফেলতে গিয়ে দুই নারী ছিনতাইকারী ধরা পড়েছেন। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল এলাকার তামান্না বেগম (২৬) ও ফাতেমা বেগম (২২)।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক কবির জানান, কালিকাপ্রসাদের আকবরনগর এলাকা থেকে চার নারী একই অটোরিকশায় ভৈরব শহরের দিকে আসছিলেন। রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় দুটি নারী নেমে গেলে অন্য যাত্রীরা লক্ষ্য করেন, তাদের গলায় থাকা স্বর্ণের চেইন নেই।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দুই নারীকে ধরে ফেলেন। ধরা পড়ার পর তারা চেইন গিলে ফেলার চেষ্টা করেন। তবে উপস্থিত জনতা চেইন উদ্ধার করতে সক্ষম হন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই নারী ছিনতাইকারী পালিয়ে যান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে থানায় নিয়ে যায়।
এসআই এমদাদুল আরও জানান, আটক নারীদের বিরুদ্ধে ভৈরবসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ নারী ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।