তাসকিনের ‘না’ খেলার প্রস্তাবে কাউন্টি ক্রিকেটে

প্রকাশকালঃ ০৭ জুন ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ ১১৭ বার পঠিত
তাসকিনের ‘না’ খেলার প্রস্তাবে কাউন্টি ক্রিকেটে

র্তমানে বাংলাদেশ দলের বেশ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তাসকিন আহমেদ। টাইগার পেস বোলিং ডিপার্টমেন্টর মূল আক্রমণ শক্তিও বলা যায় তাকে। আর সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুইটি টুর্নামেন্ট তাই তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনাও বড়। এর মধ্যেই ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দল ইয়র্কশায়ার এবারের মৌসুমে তাদের হয়ে কয়েকটি ম্যাচ খেলার জন্য প্রস্তাব দিয়েছে তাসকিনকে। তবে সে প্রস্তাবে রাজি হয়নি বিসিবি।

সম্প্রতি এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন চেযারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে নিশ্চিত করে বলেছেন, ‘হ্যা, ইয়র্কশায়ার তাকে খেলাতে চেয়েছিল কিন্তু আমরা তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বিশ্বকাপের আগে কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলে সে ক্লান্ত হোক, আমরা তা চাই না।’


এদিকে চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি, পরে তাকে পাওয়া যায়নি ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। তবে চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজের অনুশীলনে ফিরেছেন তিনি। কিন্তু হয়তো তাকে এ সিরিজের একমাত্র টেস্টে না খেলানোর কথা ভাবছে বোর্ড কর্তৃপক্ষ। কারণ তাকে লাল বলে খেলিয়ে ক্লান্ত করতে চায় না বোর্ড। এর সঙ্গে রয়েছে ইঞ্জুরিতে পরার শঙ্কাও, গেল ওয়ানডে বিশ্বকাপেও এ কারণেই তিনি খেলতে পারেননি। 

তবে এ বিশ্বকাপে দলের মূল অস্ত্র হওয়ায় ওয়ানডে বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। এ নিয়ে অপারেশন চেয়ারম্যান বলেন, ‘সে কেবলই ইনজুরি থেকে সুস্থ হয়েছে। আমাদের টেস্ট স্কোয়াডেও আছে এবং তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে।’