রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২ জন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ   |   ৩৫৮ বার পঠিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২ জন

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে।
 

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত শেষ হওয়া ২৪ ঘণ্টার এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 

ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৩ কেজি ৮৫ গ্রাম গাঁজা, ১১৪ পিস ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল এবং ৪৮ মিলিলিটার বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে।
 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে।