চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-


চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর সাথে মতবিনিময় করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ। সোমবার বিকাল ৪টার সময় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সংবাদকর্মীদের সাথে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু পরিচিত হন। পরে নবাগত পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ।


তাদের লিখনীতে সমাজের সকল অনিয়ম, দূর্ণীতির চিত্র ফুটে উঠে। তিনি বলেন, চট্টগ্রাম জেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলা বিভিন্ন দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রীতি বজায় রেখে ধর্মবর্ণ নির্বিশেষে, দলমতের উর্দ্ধে উঠে সমাজের জন্যে, দেশের জন্যে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে কে কোন ধর্মের, কে কোন দলের তা দেখার দরকার নেই। পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন।

 

মতবিনিময় সভায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরীসহ সকল সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।