কারওয়ান বাজারে মরা মুরগি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশকালঃ ১৬ আগu ২০২৪ ০৩:১৬ অপরাহ্ণ ৫৭৮ বার পঠিত
কারওয়ান বাজারে মরা মুরগি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর কারওয়ান বাজারের একটি কিচেন হাউজে মৃত মুরগি বিক্রি ও ফ্রিজে রেখে হোটেল-রেস্টুরেন্টে সরবরাহের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক টিম শুক্রবার (১৬ আগস্ট) সকালে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এই অবৈধ কার্যকলাপের প্রমাণ পায়।

 

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, মেসার্স আল্লাহর দান কিচেন হাউজ নামক প্রতিষ্ঠানটি পাইকারি দামে কেনা মুরগি অতিরিক্ত দামে বিক্রি করার পাশাপাশি মৃত মুরগি ফ্রিজে রেখে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে সরবরাহ করছিল। তদন্তে প্রতিষ্ঠানটির এমন অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়া যায়।
 

এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়।
 

অভিযানে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, দোকানের দুই ব্যক্তি একে অপরের সঙ্গে মিলিয়ে কথা বলছিলেন না এবং মৃত মুরগি ফ্রিজে রাখার বিষয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন।