শিক্ষানবিশ কর্মী নেবে সিঙ্গার

প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ ১৬৭ বার পঠিত
শিক্ষানবিশ কর্মী নেবে সিঙ্গার

হুজাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড শিক্ষানবিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হাতে–কলমে কাজ শেখার পাশাপাশি মাসিক ভাতা ১৫ হাজার টাকা দেবে প্রতিষ্ঠানটি। ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গার প্রোডাকশন প্ল্যান্টের প্রোডাকশন বিভাগে ১০ জন শিক্ষানবিশ কর্মী নেওয়া হবে। আবেদনের জন্য বিএসসি/ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক পর্যায়ের শেষ সেমিস্টারের শিক্ষার্থী অথবা সদ্য সমাপ্ত করা বিএসসি/ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/ স্নাতকোত্তর পাস প্রার্থী হতে হবে। বয়স ২২ থেকে ২৬ বছর।


ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ হবে ২২ জুলাই। ইন্টার্নশিপ চলার সময়ে প্রতি মাসে ১৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে। ইন্টার্নশিপ শুরু হবে আগামী আগস্টে।

ইন্টার্নশিপ ৯০ দিন চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সফলভাবে ইন্টার্নশিপ শেষে সনদ দেওয়া হবে। এ ছাড়া রয়েছে পারফরমেন্সের ওপর ভিত্তি করে স্থায়ীভাবে কাজের সুযোগ।