ও.পি.এ-এর উদ্যোগে নারায়ণগঞ্জে ইফতার বিতরণ: অসহায়দের মুখে হাসি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মার্চ ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ   |   ১১৬ বার পঠিত
ও.পি.এ-এর উদ্যোগে নারায়ণগঞ্জে ইফতার বিতরণ: অসহায়দের মুখে হাসি

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

পবিত্র রমজান মাস হলো দান-খয়রাত ও মানবিকতার প্রতীক। এ মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ) উদ্যোগ নিয়েছে ইফতার বিতরণের।

 


 

১৮ মার্চ  সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল ও চিটাগাং রোডসহ বিভিন্ন স্থানে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
 

ও.পি.এ দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ইফতার বিতরণ কার্যক্রমের মাধ্যমে তারা রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে ছড়িয়ে দিতে চেয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
 

সংগঠনের স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে ইফতার বিতরণে অংশ নেন। পথচারী, রিকশাচালক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষদের হাতে ইফতার পৌঁছে দেওয়ার সময় তাদের চোখেমুখে ছিল আনন্দের ঝলক। অনেকে ইফতার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান।
 

সংগঠনটির প্রচার সম্পাদক হাসান আহমেদ প্রান্ত বলেন, আমরা চাই, কেউ যেন অভুক্ত না থাকে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।
 

স্থানীয় বাসিন্দারাও ওলামায়ে কেরাম  ও.পি.এ-এর উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পবিত্র রমজানের এই কল্যাণময় সময়ে ও.পি.এ-এর এমন উদ্যোগ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।