মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-
পাবনায় আলোচিত ট্রিপল হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা খাতুন এবং পালিত কন্যা সানজিদা ওরফে জয়া হত্যার ঘটনায় পাবনা ফায়ার সার্ভিস মসজিদের পেশ ঈমাম তানভীর হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং চুরির অপরাধে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: তানভীর আহমেদ সাক্ষ্য-প্রমাণ পর্যবেক্ষণ করে রায় ঘোষণা করেন। ঘটনার সময়, ২০২০ সালের ৩১ মে, তানভীর নওগাঁ জেলার হরিপুর পূর্বপাড়া গ্রামের হাতেম আলী সরদারের ছেলে ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল রায়টি নিশ্চিত করেছেন। মামলার তথ্য অনুযায়ী, শহরের দিলালপুর এলাকায় আব্দুল জব্বার পরিবার একটি বাসা ভাড়া করে থাকতেন। পাশেই তানভীর হোসেন চাউলের ব্যবসা করতেন। এরপর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
গভীর রাতে ২০২০ সালের ৩১ মে তানভীর ধারালো অস্ত্র ব্যবহার করে পরিবারকে হত্যা করে। ঘটনার পরে টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ নওগাঁ থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।