ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের কিশোরী ফেলানী, যিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন এবং বিশ্বব্যাপী সমালোচিত হন, তার পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৮ জানুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ফেলানীর ভাই-বোনদের পড়াশোনা এবং কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের দায়িত্বও গ্রহণ করেছেন। পোস্টের ছবিতে দেখা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে উপস্থিত রয়েছেন ফেলানীর মা-বাবা ও ভাই।
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে নৃশংসভাবে নিহত হন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের নূরুল ইসলামের কিশোরী মেয়ে ফেলানী। কাঁটাতারে ঝুলে থাকা তার মরদেহ সাড়ে চার ঘণ্টা পরে উদ্ধার হয়। এই ঘটনাটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর এবং গণমাধ্যমের তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে বিএসএফ-এর বিশেষ কোর্টে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে দুই দফায় খালাস দেওয়া হয়। তবে, ভারতের মানবাধিকার সংগঠন 'মাসুম' এর সহযোগিতায় ফেলানীর পরিবার ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করলেও, ১৪ বছরেও ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাওয়া যায়নি।