সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ভিআইপিতে আগুন
প্রকাশকালঃ
১১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ ২১৬ বার পঠিত
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ভিআইপিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকেলে কারখানার আবাসিক এলাকার ভিআইপি'র দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যমুনা সার কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যমুনা সার কারখানার ফায়ার সার্ভিসের ইনচার্জ আনোয়ার কবীর জানান, যমুনা সার কারখানার আবাসিক এলাকার ভিআইপি'র দ্বিতীয় তলায় ধোঁয়া বের হতে দেখতে পান ভিআইপিতে কর্মরত শ্রমিকরা।
পরে সার কারখানার ফায়ার অ্যান্ড সেফটি অফিসে খবর দেন শ্রমিকরা। এরপর ফায়ার সার্ভিসের কর্মী ও ভিআইপির শ্রমিকরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে ভিআইপি'র দ্বিতীয় তলার ১ নম্বর কক্ষে থাকা একটি এসি ও কক্ষে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে যায় বলে জানান ইনচার্জ আনোয়ার কবীর।
কারখানার ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানার আবাসিক এলাকার ভিআইপিতে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’