হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ!

প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ০১:১৭ অপরাহ্ণ ৭৩৪ বার পঠিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ!

ঢাকা প্রেস নিউজ


৩ জুলাই, ২০২৪:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে ওমানের মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে ৩৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এই স্বর্ণের বারগুলোর মোট মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

 

গোপন সংবাদের ভিত্তিতে: কাস্টমস কর্মকর্তারা আগে থেকেই শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্বর্ণ পাচারের বিষয়ে একটি গোপন সংবাদ পেয়েছিলেন। এই সংবাদের ভিত্তিতেই তারা বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করেছিলেন।
 

ভোর সাড়ে ৫ টায়: ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের ওভি-৪৯৭ নম্বর ফ্লাইট রামপে রামেজিং করার পর কাস্টমস কর্মকর্তারা তৎপর হন। সিট নম্বর ২ (ডি-ই-এফ)-এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপে মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় দেখতে পান তারা।
 

স্কচটেপ খুলে দেখা যায়: ভেতরে ৩৮টি স্বর্ণের বার। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, এই স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
 

তদন্ত চলছে: এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং দ্রুতই আসলো অপরাধীদের গ্রেপ্তার করবেন বলে আশা করছেন।