জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ:

প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৪ ০৭:৩৬ অপরাহ্ণ ৬৫৭ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ:

ঢাকা প্রেস নিউজ


কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আজ সোমবার (৮ জুলাই) 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করেছে।

 

পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয় এবং তাঁতিবাজার মোড় থেকে দেশের বিভিন্ন জেলা থেকে গুলিস্তানগামী সকল যান চলাচল বন্ধ করে দেয়। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট।
 

এর আগে জবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলে অংশগ্রহণকারীরা 'কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক' লেখা প্ল্যাকার্ড বহন করে এবং দাবি করে।
 

পুলিশের বাধার সম্মুখীন হয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে চলে আসে।
 

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলমান কোটাবিরোধী আন্দোলনে জবি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

জবি শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।