ঘূর্ণিঝড় ডানা: সতর্কবার্তা জারি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ   |   ৩১৭ বার পঠিত
ঘূর্ণিঝড় ডানা: সতর্কবার্তা জারি

ঢাকা প্রেস নিউজ

 

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডানা’য় রূপ নিয়েছে। এর ফলে দেশের চার সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত বাড়িয়ে ২ নম্বরে উন্নীত করা হয়েছে।
 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর কেন্দ্রের ৫৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
 

সতর্কতা:

  • সমুদ্র বন্দর: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।
  • মাছ ধরার নৌকা ও ট্রলার: উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
     

আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ:

  • সবাইকে আবহাওয়ার খবর নজরে রাখতে বলা হয়েছে।
  • উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
  • মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে।