ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ আগu ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকায় শিশুটি দাদীর কাছে থাকতো।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরে চলে যায়। এসময় অসাবধানতাবশত পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে খালে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 

এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।