ঢাকা প্রেস নিউজ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারে কারা কোন কোন দায়িত্ব পেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী, তথ্য, রেল, কৃষি, খাদ্য, সড়ক ও পরিবহণ, বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
অন্যান্য উপদেষ্টাদের মধ্যে ড. সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক ড. আসিফ নজরুল আইন ও বিচার মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।