ত্বকের যত্নে কমলা

প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৩ ০২:৫৭ অপরাহ্ণ ২৮২ বার পঠিত
ত্বকের যত্নে কমলা

সাইট্রাস ফল হিসেবে কমলার জনপ্রিয়তা অনেক। নিয়মিত কমলা খেলে গরমে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সে নিয়ে তো বহুবারই আলোচনা করেছি আমরা। তবে ত্বকের যত্নেও ঘরোয়াভাবে কমলা যে ব্যবহার করা যায় সেকথাই বা কে জানে? অনেকে জানেন আবার অনেকে জানেন না। সেই না জানা অনেককে জানাতেই 

কমলার খোসা গুড়ো করে পানি মিশিয়ে পেস্ট করতে হবে। এ গুড়োই ঘরোয়া যেকোনো ফেসপ্যাকে মিশিয়ে নিতে পারেন যখন তখন। 
কমলার রস স্কিন টোনার হিসেবে বেশ কার্যকরী। ঘুম ভাঙার পর কমলার রসে তুলো ভিজিয়ে চেপে চেপে ত্বকে লাগান। গরমে ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে এবং উজ্জ্বলতা ফেরাতে এই অভ্যাসটি মন্দ নয়। 

গরমে ত্বক নরম করার চেষ্টা থাকে অনেকের। সেজন্য কমলার রসের সঙ্গে গোলাপজল ও মধু মিশিয়ে আগের মতো তুলো ভিজিয়ে চেপে চেপে লাগান। শুকিয়ে গেলে তুলো দিয়ে ঝেড়ে ফেলুন। তারপর মুখ ধুয়ে নিন। 
ত্বকে কালচে দাগ থাকলে কমলা দিয়েই দূর করা যায়। কমলার কোয়া থেঁতলে নিয়ে দই আর লেবুর রস মেশাতে হবে। চোখ ও ঠোটের অংশ বাদে ত্বকের চারপাশে লাগান। শুকিয়ে শক্ত হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।