ঢাকা প্রেস নিউজ
জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির বর্ধিত সভায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৬ মিনিটে ভার্চুয়ালি যুক্ত হন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।
এর আগে, সকাল ১১টায় সভার কার্যক্রম শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করছেন।
বর্ধিত সভার সূচনা হয় শোক প্রস্তাবের মাধ্যমে। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ‘প্রথম বাংলাদেশ, আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা প্রস্তুত করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’।
বর্ধিত সভা উপলক্ষে বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করেছে। সভার পরবর্তী অংশে রুদ্ধদ্বার কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে তৃণমূলের নেতারা বক্তব্য প্রদান করবেন। সভার সমাপনী অধিবেশনে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন তারেক রহমান।