ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সমন্বয়করা।
৬০৪ সদস্যের বিশাল এ কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সোহেল রানা।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাইফ খাঁ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. আশরাফ, যুগ্ম আহ্বায়ক হিসেবে আশিক আহম্মেদ নূর, এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে তাহসিন চৌধুরী স্থান পেয়েছেন। এছাড়া আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক পদে আনিসুর রহমান সজল, সংগঠক পদে লামিন ইসলাম এবং মুখপাত্র হিসেবে কাজী জেবা তাহসিন দায়িত্ব পালন করবেন।
কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম জানান, আগামী ৬ মাসের জন্যে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হবে। যারা এ কমিটিতে বাদ পড়েছেন, তাদেরও এই সকল কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।