ময়মনসিংহে র‍্যাব-১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ০৫:৩৫ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
ময়মনসিংহে র‍্যাব-১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ফারুক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪।
 

আজ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ১২টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফারুক মিয়া মাদক মামলা নং–২৪, তারিখ ২০ মে ২০২১; জিআর নং–১৫৬/২১; প্রসেস–২৭৫/২৫; ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক)/৪ ধারায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তিনি ইদ্রিস আলীর পুত্র এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাড়াইল এলাকার বাসিন্দা।
 

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানার ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।