চট্টগ্রাম পিআইডির উদ্যোগে চাঁদপুরে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ণ   |   ৯৩ বার পঠিত
চট্টগ্রাম পিআইডির উদ্যোগে চাঁদপুরে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

ডেস্ক নিউজ-ঢকা প্রেস


 

‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরে।


গতকাল (৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি)।

 

সভায় সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা

 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী


মূল প্রবন্ধের বক্তব্য

বাপ্পী চক্রবর্তী বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকরা সমাজের বিবেক।
সমাজের না বলা কথা, বঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা ও অধিকারহীনতার বিষয়গুলো গণমাধ্যমই সামনে নিয়ে আসে। তাই সমাজ পরিবর্তনের অগ্রভাগে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন,
“গণমাধ্যম কর্মীরা অনেক সময় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন, কিন্তু তারপরও তাদের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে সমাজের দর্পণ হিসেবে কাজ চালিয়ে যেতে হবে।”

 

বর্তমান সময়ে গুজব ও ফেইক নিউজের প্রভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “গুজব সমাজে বিভ্রান্তি, আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করে। তাই সাংবাদিকদের দায়িত্ব হলো—যে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করা।”

 

তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য অধিদফতর (পিআইডি) গুজব প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। অধিদফতরের ‘ফ্যাক্ট চেকিং টিম’ গুজব শনাক্ত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়।


চাঁদপুরের সাংবাদিকরাও চাইলে এই টিমের সহযোগিতা নিতে পারেন।


মুক্ত আলোচনা

আলোচনায় অংশ নেন—
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাংবাদিক সালাহ উদ্দিন, মনোয়ার কানন, শরিফুল ইসলাম, রিয়াজ ফেরদৌস, মো. ইলিয়াস, নজরুল ইসলাম, ওয়াদুদ রানা, ফারুক আহমেদ, শাহরিয়ার পলাশ ও জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী

 

বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ, তরুণদের সাংবাদিকতায় সম্পৃক্ত করা, উদ্যোক্তা উন্নয়ন ও তরুণবান্ধব ব্যবসায় নীতি প্রণয়নের ওপর জোর দেন।


তারা আরও বলেন, মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা পিআইডির মাধ্যমে করা গেলে সাংবাদিকতার মান আরও উন্নত হবে।


প্রধান অতিথির বক্তব্য

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,
“৭১-এর আন্দোলনের লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন, আর ২০২৪-এর আন্দোলন সুশাসন ও অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা প্রশাসনের অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছি।”

 

তিনি আরও বলেন,
“গণমাধ্যম যদি সঠিক তথ্য উপস্থাপন না করে, তবে রাষ্ট্র পিছিয়ে পড়বে। সমাজের অনগ্রসর মানুষের না বলা কথা অনুক্ত থেকে যাবে। তাই গণমাধ্যমকে সত্যনিষ্ঠ থেকে বাস্তব তথ্য তুলে ধরতে হবে, কারণ তাদের কণ্ঠস্বর দূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়।”


সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


তিনি বলেন, “সাংবাদিকদের কল্যাণে সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অর্ন্তবর্তীকালীন সরকারের মেয়াদে নিহত ও আহত সাংবাদিকদের মাঝে ৫৪ লক্ষ টাকার বেশি অনুদান প্রদান করা হয়েছে।”

 

তিনি আরও জানান, প্রবীণ ও গুণী সাংবাদিকদের জন্য অবসরভাতা ও সাংবাদিকতায় ফেলোশিপ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।


প্রতিবেদন: চট্টগ্রাম পিআইডি
স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চাঁদপুর
তারিখ: ৭ অক্টোবর ২০২৫