সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত থেকে রুপার গহনাসহ আটক ২ 

প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৫:০৮ অপরাহ্ণ ০ বার পঠিত
সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত থেকে রুপার গহনাসহ আটক ২ 

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-


 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক, বিএ ৬৩৮০ লেঃ কর্ণেল মো: আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায়। তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ২ জন আসামীসহ ১০ কেজি ১২৫ গ্রাম রুপার গহনা জব্দ করেছে বিজিবি।
 

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপির মেইন পিলার ১৩ হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তলুইগাছা নামক স্থান দিয়ে রৌপ্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে। 
 

এ সময় বাংলাদেশী নাগরিক (১) মো জাকির মন্ডল ২৮ পিতা মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল, গ্রাম কেরাগাছি চারাবাড়ি, পোষ্ট কেরাগাছি, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা। ২ মো: তামিম হোসেন ১৭ পিতা আব্দুস সাত্তার, গ্রাম সাহাপুর, পোষ্ট লাঙ্গলঝাড়া, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা’কে মোটরসাইকেলযোগে আগমনের সময় আভিযানিকদল চ্যালেঞ্জ করে। 
 

পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশী করে সিট কভারের নিচে ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি ১২৫ গ্রাম ভারতীয় রৌপ্য উদ্ধার করে। অবৈধভাবে রুপার গহনা ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে পাচারের দায়ে উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়।
উদ্ধারকৃত রুপার গহনার সর্বমোট সিজার মূল্য, চব্বিশ লক্ষ ছয় হাজার দুইশত পঁঞ্চাশ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় আসামীকে থানায় হস্তান্তর এবং রুপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

চোরাকারবারী কর্তৃক বর্ণিত রৌপ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এরূপ মহতী উদ্যেগ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।