ঢাকা প্রেস
চট্টগ্রাম ব্যুরো:-
বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় চট্টগ্রামে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। শহরের বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা দরে। কোনো কোনো বিক্রেতা এমনকি এক হাজার টাকা পর্যন্ত দাম দাবি করছেন।
বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম সড়ক তিন দিন ধরে প্রায় বন্ধ থাকায় সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটেছে। চট্টগ্রামের বাজারে সবজি, বিশেষ করে কাঁচামরিচের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন।
বাজার সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাজারে সবজির বড় অংশ আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় এই সবজিগুলো চট্টগ্রামে পৌঁছাতে পারছে না। ফলে বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, সরবরাহের অভাবে দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাজারে অভিযান চালানো হবে।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচের দাম শুনে ক্রেতারা হতবাক। অনেকেই কাঁচামরিচ কেনার ব্যাপারে দ্বিধাদ্বি করছেন।
ব্যবসায়ীরা জানান, সরবরাহ শুরু হলে দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।