ইয়াজদে ভয়াবহ দুর্ঘানা: ইরানের ইয়াজদ শহরে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে: নিহত ও আহতরা সকলেই একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা শহর ভিত্তিক শান্তি কমিটির সদস্য মওলানা কামার আব্বাস নাকভির বরাতে জানা যায়, ঘটনাস্থলেই প্রায় ৩০ জন নিহত হন এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার কারণ: ইরানের মেহের সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তাফতান-দেহশির চেকপয়েন্টের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং এরপর আগুন ধরে যায়। বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিল।
সহায়তা কার্যক্রম: এই মর্মান্তিক ঘটনার পর ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষ আহতদের জরুরি চিকিৎসা দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের সব হাসপাতালকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিশ্বব্যাপী শোক: এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববাসী। বিশেষ করে পাকিস্তান ও ইরানের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।