আজীবন সম্মাননা পেলেন বিশ্বকাপজয়ী স্কালোনি

প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৪ ০৩:১৩ অপরাহ্ণ ১৬১ বার পঠিত
আজীবন সম্মাননা পেলেন বিশ্বকাপজয়ী স্কালোনি

২০২১ সাল থেকে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন বানিয়েছেন লিওনেল স্কালোনি। তার এই সফলতার স্বীকৃতিস্বরূপ দুবাইয়ের দ্য আটলান্টিসে মধ্যপ্রাচ্যভিত্তিক সংস্থা গ্লোব সকার অ্যাওয়ার্ড আজীবনের সম্মাননা দিয়েছে তাকে। 

স্কালোনি আজীবন সম্মাননা পেয়ে বলেন, "আমি এই সম্মাননা পেয়ে খুবই আনন্দিত। আমি এই পুরস্কারটি সকল আর্জেন্টাইনকে উৎসর্গ করছি, বিশেষ করে আমার কোচিং স্টাফ— পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা, মাতিয়াস মান্না, মার্টিন তোকাল্লি, লুইস মার্টিন ও রদ্রিগো ব্যারিওসকে। তারা আমার এই অবিশ্বাস্য অর্জনে অনেক সাহায্য করেছে।"

গ্লোব সকার অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এবং সিইও ওয়ালিদ আহমেদ বলেন, "লিওনেল স্কালোনি একজন অসাধারণ কোচ। তিনি আর্জেন্টিনাকে একটি দুর্দান্ত দল গড়ে তুলেছেন এবং তাদেরকে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। তার এই সফলতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা তাকে আজীবন সম্মাননা দিচ্ছি।"