বেনাপোল-মোংলা রেল যোগাযোগ চালু: যাত্রী ও ব্যবসায়ীদের আনন্দ

প্রকাশকালঃ ০১ জুন ২০২৪ ০৩:৫৬ অপরাহ্ণ ৬৮৭ বার পঠিত
বেনাপোল-মোংলা রেল যোগাযোগ চালু: যাত্রী ও ব্যবসায়ীদের আনন্দ

ঢাকা প্রেসঃ
দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (১ জুন) সকালে চালু হয়েছে বেনাপোল-মোংলা রেল যোগাযোগ।
এতে করে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের সাথে সমুদ্রবন্দর মোংলার সরাসরি সংযোগ স্থাপিত হলো। নতুন এই রেলপথে 'মোংলা কমিউটার' নামে একটি ট্রেন চলাচল করবে।

প্রাথমিকভাবে সপ্তাহে ছয়দিন এই ট্রেন চলাচল করবে। খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে বেতনা এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। সেই ট্রেনটি ফেরার পথে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে, তখন ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি 'মোংলা কমিউটার' নাম ধারণ করে চলবে।

ট্রেন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা।

যাত্রীদের সুবিধার্থে ট্রেনে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

এই রেলপথ চালু হওয়ায় যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা গেছে।

আশা করা হচ্ছে এই রেলপথ চালুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গতি আসবে।

 

  • সময়সূচী:
    • খুলনা থেকে বেনাপোল: ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা
    • বেনাপোল থেকে মোংলা: সকাল ৯টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট
    • মোংলা থেকে বেনাপোল: দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা
       
  • স্টেশন: বেনাপোল, নাভারণ, ফুলতলা, কাটাখালী, মোংলা।