ঢাকা প্রেস,হাতিয়া প্রতিনিধি:-
বিয়ের দাবিতে সন্তানের জননী নাসিমা আক্তার অনন্যা (২১) প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। তিনি হুমকি দিয়েছেন, দাবি না মানলে কীটনাশক পান করে আত্মহত্যা করবেন। এই ঘটনার পর প্রেমিকের পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। অনন্যা ইতোমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি শুক্রবার, ২০ ডিসেম্বর, নোয়াখালী জেলার হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫), স্থানীয় শের আলীর ছেলে, আর অনন্যা ভোলা জেলার সদর উপজেলার মৃত আজিজুল ইসলামের মেয়ে।
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, অনন্যা সকালে রাসেলের বাড়িতে আসেন এবং বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনন্যা বাড়ির সামনে বসে আছেন, আর রাসেলের পরিবারের কেউ বাড়িতে নেই।
অনন্যার বোনের জামাই ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকায় গার্মেন্টসের চাকরির সূত্রে রাসেলের সঙ্গে অনন্যার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিষয়টি জানাজানি হলে রাসেল চাকরি হারান। একসময় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। অনন্যা এক সন্তানের জননী এবং আগের স্বামীকে ছেড়ে রাসেলের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান। কিন্তু সম্প্রতি রাসেল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, ফলে অনন্যা ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে চলে আসেন।
অনন্যা দাবি করেন, চার বছরের সম্পর্কের পর রাসেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে গেছেন। বিয়ের আশ্বাসে তিনি তার আগের স্বামীকে ত্যাগ করেছেন এবং রাসেল বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমানে রাসেল যোগাযোগ বন্ধ করে দেওয়ায় অনন্যা অনশন শুরু করেছেন এবং বিয়ে না করলে আত্মহত্যা করার কথা জানিয়েছেন।
এ বিষয়ে হাতিয়া থানার উপ-পরিদর্শক আক্তারুজ্জামান জানান, অনন্যার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং রাসেলের পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।