মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-
রাজশাহীর চারঘাট উপজেলার বড় বালাদিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোস্তফা শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোস্তফা শেখ স্থানীয় সমতুল্লাহ শেখের ছেলে। আহতদের মধ্যে কয়েকজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন—রইচ উদ্দিনের স্ত্রী রেশমা বেগম (৩৫), ইনছার আলীর ছেলে রইচ উদ্দিন (৪৫), আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক (৪৬), ফজেল শেখের ছেলে আবু তালেব (৪৫), মনঞ্জিলের ছেলে লিটন (২৩) ও রিপন (৩২), এবং ইমদাদুলের স্ত্রী রজিনা বেগম (৩২)।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে রইচ উদ্দিন, আবু তালেব ও লিটনের অবস্থা গুরুতর। বর্তমানে লিটন (২৩) ও ইমদাদুলের ছেলে এনামুল (২৮) রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বালাদিয়া গ্রামের একই পরিবারের সদস্যদের মধ্যে দুই শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে, এর মধ্যে মোস্তফা শেখ পথেই মারা যান।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে মামলা করেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”