কুষ্টিয়া সীমান্তে অস্ত্রসহ যুবক আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ডিসেম্বর ২০২৪ ০৫:৫১ অপরাহ্ণ   |   ৩৫৭ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে অস্ত্রসহ যুবক আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে জুয়েল রানা নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের সদস্যরা।
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
 

আটক জুয়েল রানা দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।
 

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে চরচিলমারী বিওপির টহল দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করা হয়।
 

অভিযানে তার কাছ থেকে ভারতীয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা।
 

আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।