হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমার শেষ সময় ৩১ ডিসেম্বর: ধর্ম মন্ত্রণালয়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৬:০৪ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমার শেষ সময় ৩১ ডিসেম্বর: ধর্ম মন্ত্রণালয়

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
 

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়েছে, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীরা প্রাথমিক নিবন্ধনের সময় জনপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন। হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজ মূল্যের সম্পূর্ণ অর্থ জমা দেওয়া বাধ্যতামূলক।
 

এতে আরও উল্লেখ করা হয়, যেসব হজযাত্রী এখনো নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করেননি, তাদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে অবশিষ্ট টাকা জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়তে পারে।