ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম

প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৬:২২ অপরাহ্ণ ০ বার পঠিত
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম

ঢাকা প্রেস নিউজ

 

মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করা একটি গুরুতর অপরাধ। এ ধরনের অমুক্তিযোদ্ধাদের নাম প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি তারা নিজ উদ্যোগে তা না করেন এবং আদালতের মাধ্যমে তাদের ভুয়া পরিচয় নিশ্চিত হয়, তখন তাদের সনদ বাতিলের পাশাপাশি শাস্তির ব্যবস্থাও করবে সরকার। এমনই সতর্ক বার্তা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফারুক ই আজম ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এই কঠোর হুঁশিয়ারি দেন।
 

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার মতে, ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সঙ্গে প্রতারণা করছে। এটি কোনো ছোটখাটো অপরাধ নয়, বরং বড় ধরনের অপরাধ। আমরা হয়তো একটি সাধারণ ক্ষমা দেব। যদি এসব অমুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় তাদের নাম প্রত্যাহার করেন, তবে হয়তো তারা সাধারণ ক্ষমা পেতে পারেন। কিন্তু যদি তা না করেন, আমরা তাদের প্রতারণার দায়ে অভিযুক্ত করব।"
 

মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে নানা অভিযোগের কথা উল্লেখ করে তিনি জানান, "আমাদের হাতে ৩-৪ ধরনের তালিকা রয়েছে—নীল তালিকা, লাল তালিকা, ভারতীয় তালিকা। বিভিন্ন নাম এখানে অন্তর্ভুক্ত হয়েছে, এমনকি অনেকে গেজেটে নাম উঠিয়ে সুবিধাও নিচ্ছেন। আদালতের মাধ্যমে এসব ভুয়া নামের সনদ বাতিল করা হবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে, যাতে তারা প্রয়োজনীয় শাস্তি ভোগ করেন।"
 

শাস্তির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, "যদি যাচাই-বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করা যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তা নিশ্চিত করা হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে।"
 

তিনি আরও বলেন, "যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাদের মর্যাদা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। যদিও এটি একটি কঠিন কাজ, তবে আমাদের প্রচেষ্টা চলছে। অনেক ক্ষেত্রে আত্মীয়তার কারণে বা অনুরাগের বশে বহু মানুষকে মুক্তিযোদ্ধা করা হয়েছে, তাদের চিহ্নিত করতে সময় লাগছে, তবে আমরা সফল হব বলে আশাবাদী।"