উলিপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মে ২০২৪ ০১:৩০ অপরাহ্ণ   |   ৯৬১ বার পঠিত
উলিপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ উপলক্ষ্যে অদ্য ১৪ মে ২০২৪ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের  প্রশিক্ষণ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উলিপুর উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০:০০ ঘটিকায় উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

 

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বরমান হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আলমগীর, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মর্তুজা, উলিপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব এরশাদুল হক সহ কুড়িগ্রাম সদর উপজেলার প্রিজাইডিং অফিসার গণ। 
 

 

প্রশিক্ষণ ও  মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার  এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ  নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ন সততা,সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ  নির্বাচনের পথে বাধা হয়,এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা।  

 

সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার উর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই।