মুরাদনগর প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে। রবিবার রাতে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়ন ও জাহাপুর ইউনিয়নে পুলিশের অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইয়ামিন (২৫), নবীপুর (পশ্চিম) ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও রহিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে, এবং মোঃ মনির হোসেন (৪২), জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও শুশুন্ডা গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।