আ.লীগ আমলেই শুরু হয়েছিল শয়তানি কাজ: আসিফ নজরুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৫ ০৯:১৮ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
আ.লীগ আমলেই শুরু হয়েছিল শয়তানি কাজ: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ১৯৭৩ সালের আওয়ামী লীগের আমল থেকেই বাংলাদেশে প্রথমবারের মতো খারাপ ও শয়তানি কাজের সূচনা হয়।
 

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
 

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আমার লোক, তোমার লোক—এই সংস্কৃতি ভয়াবহভাবে গড়ে ওঠে আওয়ামী লীগ আমলে। বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কার্যকলাপ আছে, তার শুরু ১৯৭৩ সালের আওয়ামী লীগের আমল থেকেই।”
 

তিনি আরও যোগ করেন, “গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন, হেফাজতে মৃত্যু, ভুয়া নির্বাচন, দলীয়করণ—এই সবই প্রথম শুরু করেছে আওয়ামী লীগ, আর পরবর্তী সময়ে অন্যান্যরা তা চালিয়ে গেছে।”
 

আইন উপদেষ্টা বলেন, “আমার লোক, তোমার লোক—এই সংস্কৃতি থেকে বিএনপি ও জামায়াতকে বেরিয়ে আসতে হবে। এনসিপি এবং ছোট দলগুলোও এই ব্যাধি থেকে মুক্ত নয়। উদীয়মান দলগুলোকেও নিজেদের সংস্কার করতে হবে।”
 

তিনি আরও মন্তব্য করেন, “তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে নির্মম, অত্যাচারী ও পাশবিক বাহিনীতে পরিণত করেছিলেন।”
 

নাগরিকদের ওপর পুলিশের নির্যাতন বন্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরে আসিফ নজরুল বলেন, ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে এবং আটক ব্যক্তির স্বজনদের ১২ ঘণ্টার মধ্যে তথ্য জানাতে হবে। এছাড়া গুমসংক্রান্ত আইনে সংশোধন আনা হয়েছে, যাতে ২৪ ঘণ্টার মধ্যে স্বজনদের জানানো না হলে সেই ঘটনা গুম হিসেবে গণ্য হবে।
 

পুলিশের সাংস্কৃতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার দিকে জোর দিয়ে তিনি বলেন, “গার্ড অব অনার দেওয়ার জন্য যারা দায়িত্বে থাকে, তারা সেই কাজ ছাড়া অন্য কাজে মন খারাপ করে। এই সংস্কৃতি বন্ধ করার জন্য সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে।”