মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ  

প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ ৬৬ বার পঠিত
মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ  

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় সময় রবিবার রাতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। এই পদত্যাগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছর গাজার যুদ্ধপরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়।  গান্তজ রবিবার একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, ‘গাজায় প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে আমাদের বাধা দিচ্ছেন নেতানিয়াহু।’ তিনি আরো বলেন, ‘মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কঠিন ও বেদনাদায়ক। তাই আজ  জরুরী সরকারকে ভারাক্রান্ত হৃদয়ে  বিদায় দিচ্ছি।’

 

গান্তজ নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।  তিনি বলেছেন, ‘৭ অক্টোবর হামাসের হামলার আট মাস হয়েছে। এখন ত্যাগ করেছি কারণ, দেশের পরিস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ঘরে পরিবর্তন এসেছে এখন।’তিনি আরো বলেছেন, ‘আশাজনক কৌশলগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক বিবেচনার কারণে দ্বিধা ও বিলম্ব করে পূরণ করা হয় ‘ তিনি জানান, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোনো সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।