হোসেন বাবলা (চট্টগ্রাম):-
নগরীর তামাকুমন্ডি লেইন, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার ও বিপণি বিতান (নিউ মার্কেট)এলাকায় পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ হাসিব আজিজ।
বিভিন্ন মার্কেট পরিদর্শন কালে পুলিশ কমিশনার নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখেন এবং আগত দর্শনার্থী ও ক্রেতা সাধারনের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সাথেও কথা বলেছেন।
এ সময় তিনি তামাকুমন্ডি ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে ভাসমান হকার,যানজট, বাইক রাইডারদের যত্রতত্র অবস্থান ও কিশোর গ্যাং,ছিনতাইকারীদের উৎপাত সংক্রান্ত সমস্যাগুলো শুনেন এবং এগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক সংশ্লিষ্ট ডিসি ওসিদেরকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ করে অ্যাক্সেস রোড গুলো যানজট মুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।
মার্কেটের বিভিন্ন দোকানে ঘুরে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপ শেষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে নগরীর সব মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।
নগরবাসী যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে এবং উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ছিনতাই ও চাঁদাবাজি , নারী নির্যাতন ও শীতলতা - ধর্ষণ সহ সকল অবৈধ, অনৈতিক কর্মকাণ্ড রোধকল্পে সিটিজেন ফোরাম, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রস্তুতপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যে ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে আইনে আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া নগরের কোথাও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশের সহায়তায় দিতে অনুরোধ জানান।