‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৩ অপরাহ্ণ ০ বার পঠিত
‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

ঢাকা প্রেস নিউজ
 

রাজনৈতিক দল ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে, ভুল তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ বলে প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তির জন্ম দিয়েছে।
 

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক কমিটির মধ্যে ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তি এড়ানোর জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।