হোমনায় পাইপগান ও ককটেলসহ ১ জনকে গ্ৰেফতার করেছে যৌথবাহিনী 

প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৪ ০১:৫১ পূর্বাহ্ণ ১৩৯ বার পঠিত
হোমনায় পাইপগান ও ককটেলসহ ১ জনকে গ্ৰেফতার করেছে যৌথবাহিনী 

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে  একটি দেশীয় তৈরি পাইপগান ও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারসহ একজনকে গ্ৰেফতার করা হয়েছে।

মঙ্গলবার(২২ সেপ্টম্বর) রাতে ঘারমোড়া কান্দারহাটির সৈয়দ আলী প্রধানের বাড়িতে লেফটেন্যান্ট মো. ইফতেখার উদ্দিন মাহমুদ ও পুলিশের এসআই (নিঃ) মো. আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ সেনাবাহিনী ও পুলিশের এ যৌথ অভিযান চালানো হয়। 

এতে বড় ঘামোড়া গ্ৰামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ আল মামুনকে (২৯) গ্ৰেফতার করে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্ৰেফতার মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হোমনা থানায় অস্ত্র আইনে দুটি মামলা হয়। পরে তাকে কুমিল্লা জেলা আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দুটি তদন্তাধীন আছে।