টেকনাফ সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০১:৫০ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
টেকনাফ সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ

মো: মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি:


 



 

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক অজ্ঞাত পরিচয়ের ৯-১০ বছরের শিশু নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা লাশটি সমুদ্র তীরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
 

টেকনাফ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে এখনও মৃত শিশুর পরিচয় নিশ্চিত করা যায়নি।
 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো দৃশ্যমান গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
 

এদিকে, লাশ উদ্ধারের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন মন্তব্য ও তথ্য শেয়ার করায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
 

টেকনাফ থানার এক কর্মকর্তা বলেন, “আমরা এই ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ করছি।”
 

স্থানীয় প্রশাসন ও পুলিশও জনগণকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অযাচিত তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।