কুষ্টিয়া ভেড়ামারায় একদিনের টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:১৪ অপরাহ্ণ   |   ৬৩৭ বার পঠিত
কুষ্টিয়া ভেড়ামারায় একদিনের টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন।

ঢাকা প্রেস
আরিফুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-

 

কুষ্টিয়া ভেড়ামারায় ভোরের পাঠাগার দলের আয়োজনে একদিনের টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
 

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়, উক্ত কলেজ মাঠে অনুশীলনকারী খেলোয়াড়দের মদ্ধ্য থেকে ৪ টি দল গঠন করা হয়, চারটি দলকে নেতৃত্য দেন যথাক্রমে অসীম,মুন্না,মিথুন ও ইমন।
 

নির্ধারিত ১২ ওভারের ম্যাচগুলোতে মিথুন একাদশ ও মুন্না একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন  করে।
 

মিথুন একাদশ টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয়, জবাবে মুন্না একাদশ মাত্র  দুটি উইকেট হারিয়ে লক্ষ্যে পোছে যায় এবং মিথুন একাদশকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুন্না একাদশ। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের মারুফ নির্বাচিত হন।
 

এসময় উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে  পুরস্কার বিতরণ করেন ভেড়ামারার সাবেক খেলোয়ারবিন্দ শাহীন হাসান টোকন,মোস্তাফিজুর রহমান বাবু,সাইফুল ইসলাম মিলন,একরামুল হক, সাইফুল ইসলাম জুয়েল ও শাকিল খান,আসাদুজ্জামান খোকন ও ক্রীড়া ধারাভাষ্যকার(বেসকা) ও সাংবাদিক আরিফুল আসিফ প্রমুখ।