**ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে নারীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমিরের**

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ   |   ৪৩ বার পঠিত
**ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে নারীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমিরের**

রংপুর, ২৪ জানুয়ারি —



জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, মানুষের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে। একই সঙ্গে নারীদের রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি বলেন, “আমরা গর্বের বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং দেশ ও জাতিকে আর বিভক্ত হতে দেব না।”

 

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠন করতে পারলে উত্তরবঙ্গকে পুনর্জীবিত করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে অগ্রাধিকার। তিনি বলেন, তিস্তা ও করতোয়াসহ দেশের নদীগুলো আল্লাহর দেওয়া আমানত হলেও দীর্ঘদিন অবহেলায় এগুলো প্রাণহীন হয়ে পড়েছে। বাজেট বরাদ্দ থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। ফলে অনেক নদী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এসব নদীর প্রাণ ফিরিয়ে আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
 

তিনি আরও বলেন, তিস্তা নদী প্রাণ ফিরে পেলে পুরো উত্তরবঙ্গের অর্থনীতি ও জীবনযাত্রায় গতি আসবে। এ কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আল্লাহ দায়িত্ব দিলে ক্ষমতায় যাওয়ার পর উত্তরবঙ্গেই প্রথম তিস্তা প্রকল্পের কাজ শুরু করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।
 

দেশ পরিচালনার দর্শন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে কোনোভাবেই অন্য দেশের অনুকরণে রূপান্তর করা হবে না। তিনি বলেন, “এটা ইরান, আফগানিস্তান বা পাকিস্তান হবে না—এটা হবে বাংলাদেশ।” তবে আদর্শিক মডেল হিসেবে তিনি হযরত মুহাম্মদ (সা.) প্রবর্তিত মদিনার শাসনব্যবস্থার কথা উল্লেখ করেন, যেখানে সব ধর্ম ও শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল।
 

শেষে তিনি বলেন, অন্য কোনো দেশের ছায়া নয়, প্রিয় মাতৃভূমিকে একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও গর্বের বাংলাদেশ হিসেবেই গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।